শনিবার, ২৪ আগস্ট, ২০১৩

এই দেশ টাকে...

এই দেশ টাকে...    কবি-এম.ইয়াছিন.

এই দেশ টাকে চুষে নিচেছ কিছু শিয়াল আর শকুন ,
রুখতে হবে এখন থেকে সকল শ্রেণীর সবাই গড়ে আন্দোলন
মাতৃভুমি আমাদের দেশ আমরা পাইনা কিছু ,
সব সম্ভাবনা নিয়ে যাচেছ এশে তারা পিছু । ।
  
ভাল কিছু করতে গেলে বিদেশে ভিসা বন্ধ জানে কয় জনে ,
আমাদের দেশে তাঁদের লোক দেখা যায় টিভির সন্ধ্যা প্রোগ্রামে
মাতৃভুমি আমাদের দেশ আমরা পাইনা কিছু ,
সব সম্ভাবনা নিয়ে যাচেছ এশে তারা পিছু । । 
 
নির্মম ভাবে খালি হচ্ছে বাংলা মায়ের দামাল ছেলে কে করছে তারা লাশ ,
শিহরণ কি হয় না মোদের করছো কেন তোমরা তাঁদের চাষ
মাতৃভুমি আমাদের দেশ আমরা পাইনা কিছু ,
সব সম্ভাবনা নিয়ে যাচেছ এশে তারা পিছু । ।

সোমবার, ১২ আগস্ট, ২০১৩

একটি সত্য ঘটনা (০৩জন)কে'নিয়ে...



একটি সত্য ঘটনা (০৩জন)কে'নিয়ে...
মরণের আগে মরণের খবর নিজে বাড়ীতে সৌদী আরব থেকে
 মোঃসাইফুল (৩০)মোঃরেয়াজুল(৩৮)মোঃকাউচার(৪৬)তাঁরা
তিন জন সৌদী আরব খোরচানিয়া আরাম কো ওয়েল প্যালান্টে
রাত্রে এক সাথে তাঁরা তিন জন কাজ করে দৈনিক নিয়ম অনুযায়ী।
হঠাৎ পরশু রাত্রের ১২টার সময় রুমে চলে আসবে তাঁরা তিন
জন কাজ ছেড়ে দেয়।খোরচানিয়া আরাম কো ওয়েল প্যালান্টে
থেকে রুমে আসার পথ প্রায় ০৫ মাইল।তাঁরা তিন জনে হাঁটতে
শুরু করল।এর মাঝে কোন কিছু নাই।একবারে মরুভূমি।রুম
থেকে প্যালান্ট দেখা যায় প্রায়।আর প্যালান্ট থেকে রুম দেখা
যায় প্রায়।মাঝপথে তিন জনকে ৪০ থেকে ৫০ টা কুকুর এশে
ঘিরে পেললো।তাঁরা তিন জন পায়ে হেটে আসতে ছিল।এই সুন্দর
জীবন টা তাঁদের কাছে শেষ সময় মনে হল।তাঁরা তিন জনে
বাড়ীতে ফোন করে বিদায় বিদায় বিদায় সংবাদ জানিয়ে দিল।
হাতে কোন লাঠি নেই।মরুভূমিতে পাবে কোথায়।ছিল তখন মুখে
আল্লাহ্‌'র নবীর নাম।কিছুক্ষণ পর কুকুর গুলো চারদিক চলে গেল।
এই তিন জন আবার নূতন জীবন পেল।এখানে বলে রাখা ভাল।
তাঁদের কোম্পানীর গাড়ী আসবে ভোর ০৬টায়।তাঁদের কাজ
১২ঘন্টার ছিল।সবাই সাবধান হওয়া টাই এই ক্ষুদ্র প্রচেষ্টা...

শনিবার, ১০ আগস্ট, ২০১৩

......ওবায়দুল কাদের আহ্বান,


আমার সাথে যারা প্রভাসে আছে।
১০০% মধ্যে ৯০% লোকেরা বর্তমানে
বাংলার নায়ক বলে বিশ্বাস করে
(০১)টি লোক কে,সু'প্রণয়ের মানুষ হিসাবে চিনে।
বাংলার মিডিয়া গুলোর কারণে তাই
আমার মনে হয় বেশী।
রাজনিতির কারণে কেউ কেউ খারাপ ও বলতে পারে।
প্রভাসে থেকে আমরা যতটুকু দেখি।
তাঁর বিশ্রাম একদম কম।আমাদের রাজনিতি
দল নিয়ে নানান যুক্তি আছে,আছে বলা বাহুল্য তর্ক।
আমরা প্রভাসিরা চাই না কোন দল কে বাদ দেওয়া হোক।
বা কোন দল খারাপ পথে যাক তাও চাইনা।
কিন্তু, ঈদের পরে হরতাল??? গণতন্ত্র দেশে না-কি দিতে পারে।
আইনের পাক, আমরা জনগণ বুজিনা।
শুধু একটাই কথা বলতে ইচ্ছে তাই বলেছি
বলবো বলছি বর্তমান বাংলার নায়ক, বাংলা মাটির সন্তান,
....ওবায়দুল কাদের আহ্বান করেছে
এই ০২ দিন হরতাল থেকে বিরত থাকার জন্য।
আপনারা ইচ্ছে করলে উপায় হবে.......।