বুধবার, ১৯ জুন, ২০১৩

:-এক নজরে নোয়াখালী-:




                                       --সরকারী অতিত ওয়েব থেকে নেওয়া........  
   
                                             :-এক নজরে নোয়াখালী-:


নোয়াখালী জেলার সৃষ্টি :
১৮২১ খ্রি:

ভৌগলিক অবস্থান :
২২০ ০৬/ থেকে ২২০ ১৭/ উত্তর অক্ষাংশ এবং ৯০০ ৩৮/ থেকে ৯১০ ৩৫/ পূর্ব দ্রাঘিমাংশ

আয়তন :
৪২০২.৭০ বর্গকিমি

জনসংখ্যা :
৩৩,৭০,২৫১ জন

জনসংখ্যার ঘনত্ব :
৮০১.৯৩ জন প্রতি বর্গ কিমি



মোট পরিবার :
৫,০৪,৫৫২ টি

সংসদীয় আসন সংখ্যা :
০৬ টি

উপজেলা :
০৯ টি

ভোটার সংখ্যা মোট :
১৬,৩২,৭৬১ জন (পুরুষ: ৭,৭৯,৯০৭ জন, মহিলা: ৮,৫২,৮৫৪ জন)

পুলিশ থানা :
০৯ টি ; তদন্ত কেন্দ্র -০২ টি, ফাঁড়ি- ০৮ টি

ইউনিয়ন :
৯১ টি

গ্রাম : ৭৮৬ টি 
মৌজা : ৯৪৬ টি ইউনিয়ন ভূমি অফিস :
৬৫ টি

পৌরসভা :
০৮ টি (বসুরহাট, কবিরহাট, সেনবাগ, চৌমুহনী, নোয়াখালী, চাটখিল, সোনাইমুড়ী, হাতিয়া)

শিক্ষার হার :
৬৯.৫০%

বিশ্ববিদ্যালয় : ০১ টি (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) 
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ : ০১ টি
পুলিশ ট্রেনিং সেন্টার : ০১ টি
মহাবিদ্যালয় :
৩৫টি সরকারি-০৮টি বেসরকারি-২৭টি

মাধ্যমিক বিদ্যালয় :
২৮৭টি সরকারি-১২টি বেসরকারি-২৭৫টি

প্রাথমিক বিদ্যালয় :
১২৪৩টি সরকারি-৭৭৬টি বেসরকারি-৩২৯টি

স্যাটেলাইট-৬২ টি কমিউনিটি- ৭৬ টি
মাদ্রাসা :
১৬১টি সিনিয়র-৩০ টি দাখিল ও আলিম -১৩১ টি

কৃষি প্রশিক্ষণ কেন্দ্র :
০২ টি টি টি কলেজ-০১ টি আইন কলেজ-০১ টি

কারিগরি প্রতিষ্ঠান :
০৫ টি (যুব প্রশিক্ষণ ০২টি, পিটিআই-০১টি, টেকনিক্যাল স্কুল ও কলেজ -০২টি)

জেনারেল হাসপাতাল :
০১ টি

মেডিক্যাল ট্রেনিং সেন্টার :
০১ টি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স :
০৭ টি

স্কুল হেলথ ক্লিনিক :
০২ টি

টিবি ক্লিনিক :
০১ টি

ইলেকট্রো-মেডিক্যাল ওয়ার্কসপ :
০১ টি

সেবা ইনস্টিটিউট :
০১ টি

উপস্বাস্থ্য কেন্দ্র :
৩১ টি

জমির পরিমাণ :
৭,৬৫,১২৯ একর (কৃষি-৪,৯৮,৫৮১ একর, অকৃষি-২,৬৬,৫৪৮ একর)

কর্মরত এনজিও :
৫০ টি

বার্ষিক গড় বৃষ্টিপাত :
২৭০ ইঞ্চি

উপকূলীয় এলাকা :
৫০ কিমি

উপকূলীয় বাঁধ  : ৩৪৬.৯৮ কিমি
সাইক্লোন সেল্টার :
২১০ টি পশুর কিল্লা - ৩৭টি

উপকূলীয় বন :
১১,১৮,৮৯৯.৩৬ হেক্টর

এতিম খানা :
৬৩ টি গ্রোথ সেন্টার - ৩০টি

টিউবওয়েল সংখ্যা :
১,২১,৭৮৩ টি

ব্যাংক শাখা :
১৩৫ টি

হাট/বাজার :
২৩৮ টি

দর্শনীয় স্থান :
১। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর ২। চরবাটা স্টীমার ঘাট, নোয়াখালী।
২। জেলা জামে মসজিদ ৪। বজরা শাহী জামে মসজিদ, বেগমগঞ্জ।
৫। গান্ধী আশ্রম, বেগমগঞ্জ ৬। নিঝুম দ্বীপ, হাতিয়া।
৭। গাংচিল স্লুইস, কোম্পানীগঞ্জ ৮। রামনারায়নপুর মিয়া বাড়ী
৯। ক্যাথলিক গীর্জা, নোয়াখালী সদর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন