সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

শুক্রবার, ১১ জুলাই, ২০১৪

                                জল জঙ্গলে………….           
তুমি মানে মহা ভারত

জল জঙ্গলে ,     
বন্দর তিন দিক স্হলে
  এক দিক সাগর ,
এর মাঝে সব কিছু আমার

বন্ধু মোর বাংলাদেশ টাকে তুমি ভালবাসি ,
বন্ধু আমাদের মাঝে কেউ ভাল কিছু করলে
তুমি স্বীকৃতি আগে দি

মানচিত্রে বাংলাদেশ নামক দেশ পেতে
তোমার আছে বহু অবদান ,
সর্ব সময় তোমাকে স্বরণ করি
ক্ষুদ্র আমি দিতে পারি না সেই মান
বন্ধু মোর বাংলাদেশ টাকে তুমি ভালবাসি ,
বন্ধু আমাদের মাঝে কেউ ভাল কিছু করলে
তুমি স্বীকৃতি আগে দি ।।

৭১ পর থেকে ফেলানী সহ অনেক দিয়েছ
আজ হয়তো দিয়েছ লাশ ,
আর দিওনা হৃদয় টা উকিতে কাঁদে বার টি মাস
বন্ধু মোর বাংলাদেশ টাকে তুমি ভালবাসি ,
বন্ধু আমাদের মাঝে কেউ ভাল কিছু করলে
 তুমি স্বীকৃতি আগে দি  ।।।
                         এম ইয়াছিন  

বুধবার, ৯ জুলাই, ২০১৪

লোকাল পত্রিকাতে.....



কিছু দিন পরে  লোকাল পত্রিকাতে............

লোকাল পত্রিকাতে...




কিছু দিন পরে  লোকাল পত্রিকাতে..................

নোয়াখালীর লোকাল পত্রিকাতে...........


০১ মাস পরে আমার নোয়াখালীর লোকাল পত্রিকাতে............

২৬ এ মার্চ ২০১৩ তে ...........

২৬ এ মার্চ  ২০১৩ তে গ্রামে প্রকাশ করলাম।

২১ এ ফেব্রুয়ারী ২০১৩ তে ........




২১ এ ফেব্রুয়ারী  ২০১৩ তে গ্রামে প্রকাশ করলাম।

-আল্লাহ্ পাকে দেশ......বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

     এম , ইয়াছিন ।

                         (পর্ব ০১)


আল্লাহ্ পাকে দেশ প্রেমিক শক্তির মানুষ করে যারে দিল মোদের তরে ,
তাঁর হুংকারেতে হায়নার দল গিয়াছে সরে ।
পেলাম আমরা একটি দেশ ,
তাঁর নাম বাংলাদেশ ।
কষ্ট বুকে অনেক জমা মোদের তুমি ছলে গেলে দূরে ,,,
ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । ।

তোমায় দেখার জন্য হ্নদয় সবার জ্বলবে চিরকাল ,
তোমায় না পেয়ে গুন গুনিয়ে তোমার নামে সূর তুলে
স্মৃতি দেখে চোখে হয়রে লোনাজল , হয়রে লোনাজল ।
ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । । 

তোমার ডাকে সবাই শিক্ত হয়ে আনলো দেশে স্বাধীন ,
দেশ টা আজ জর্জরিত তুমি পিতা হিন , তুমি পিতা হিন ।
ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । । 

উৎসর্গ - দেশ ও বিশ্ব নেতা মরহুম প্রেসিডেন্ট  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

ভিন্ন হতে পারে............


                             এম . ইয়াছিন .

                           (পর্ব ০১)
                      
ভিন্ন হতে পারে জাত ধর্ম ,
ভিন্ন হতে পারে কর্ম 
ভিন্ন হতে পারেনা মায়া মমতা ,
সবার কিতাবে লেখা আছে সমতা 
 
তবে কেন এত বিবেধ , তবে কেন এত নিষেধ 
একটু কেটে ভাল করে দেখ তোমার আমার একী রকম রাতুল ,
প্রভুর দেয়া সব মানুষ প্রণয়ে শার্দুল ।।
 
যত যাচ্ছ তোমরা তোমাদের ধর্ম কিতাব থেকে সরে ,
ভিন্ন কালচার ঢুকবে তত বেশী তোমাদের মনের সূরে 
তবে কেন এত বিবেধ , তবে কেন এত নিষেধ 
একটু কেটে ভাল করে দেখ তোমার আমার একী রকম রাতুল
প্রভুর দেয়া সব মানুষ প্রণয়ে শার্দুল ।।
 
যার যার যেই কিতাব বুজে বুকে নাও ,
দূর হবে প্রমান আছে আছে যত ঘাও 
তবে কেন এত বিবেধ , তবে কেন এত নিষেধ 
একটু কেটে ভাল করে দেখ তোমার আমার একী রকম রাতুল ,
প্রভুর দেয়া সব মানুষ প্রণয়ে শার্দুল ।।

জন্মের পরে…..

        এম . ইয়াছিন .
 
 
                   (পর্ব ০১) 

জন্মের পরে দেখলাম যাকে ,
অণির্বান করে ডাকলাম তাকে 
 


কোটি দোষি হলে ও যে করে ক্ষমা ,
সেই তো আমার প্রণয়ের মা  
 


দুঃখ দেখলে বাচ্ছার মনটা ভেঙ্গে যায় প্রথমে মায়ের ,
এক পোটা সুখ পেলে সন্তান সারা জনম পেতে কারো কাঁন্দে বারে বার 
 
 কোটি দোষি হলে ও যে করে ক্ষমা ,

 সেই তো আমার প্রণয়ের মা  
 


জীবন বাজি রাখতে ও মায়ে প্রহর গুনে না ,
এই মিনতি তোমরা কেউ মা কে ভুলে যেওনা 
 
 কোটি দোষি হলে ও যে করে ক্ষমা ,

 সেই তো আমার প্রণয়ের মা