এম . ইয়াছিন .
(পর্ব ০১)
ভিন্ন হতে পারে জাত ধর্ম ,
ভিন্ন হতে পারে কর্ম ।
ভিন্ন হতে পারেনা মায়া মমতা ,
সবার কিতাবে লেখা আছে সমতা ।
তবে কেন এত বিবেধ , তবে কেন এত নিষেধ ।
একটু কেটে ভাল করে দেখ তোমার আমার একী রকম রাতুল ,
প্রভুর দেয়া সব মানুষ প্রণয়ে শার্দুল ।।
যত যাচ্ছ তোমরা তোমাদের ধর্ম কিতাব থেকে সরে ,
ভিন্ন কালচার ঢুকবে তত বেশী তোমাদের মনের সূরে ।
তবে কেন এত বিবেধ , তবে কেন এত নিষেধ ।
একটু কেটে ভাল করে দেখ তোমার আমার একী রকম রাতুল
প্রভুর দেয়া সব মানুষ প্রণয়ে শার্দুল ।।
যার যার যেই কিতাব বুজে বুকে নাও ,
দূর হবে প্রমান আছে আছে যত ঘাও ।
তবে কেন এত বিবেধ , তবে কেন এত নিষেধ ।
একটু কেটে ভাল করে দেখ তোমার আমার একী রকম রাতুল ,
প্রভুর দেয়া সব মানুষ প্রণয়ে শার্দুল ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন