বুধবার, ৯ জুলাই, ২০১৪

জন্মের পরে…..

        এম . ইয়াছিন .
 
 
                   (পর্ব ০১) 

জন্মের পরে দেখলাম যাকে ,
অণির্বান করে ডাকলাম তাকে 
 


কোটি দোষি হলে ও যে করে ক্ষমা ,
সেই তো আমার প্রণয়ের মা  
 


দুঃখ দেখলে বাচ্ছার মনটা ভেঙ্গে যায় প্রথমে মায়ের ,
এক পোটা সুখ পেলে সন্তান সারা জনম পেতে কারো কাঁন্দে বারে বার 
 
 কোটি দোষি হলে ও যে করে ক্ষমা ,

 সেই তো আমার প্রণয়ের মা  
 


জীবন বাজি রাখতে ও মায়ে প্রহর গুনে না ,
এই মিনতি তোমরা কেউ মা কে ভুলে যেওনা 
 
 কোটি দোষি হলে ও যে করে ক্ষমা ,

 সেই তো আমার প্রণয়ের মা  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন